হোম > শিক্ষা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ৬ হাজারের বেশি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে ৬ হাজারের বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। নতুন করে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এই বোর্ড শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে। 

আজ মঙ্গলবার স্ব স্ব শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষা পুনঃনিরীক্ষণ ফল প্রকাশ করে। 

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ২৩৭ জনের। এই বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন, ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। মোট ফলাফল পরিবর্তন হয়েছে ৮২১ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮৩ জন। 

যশোর বোর্ডে এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৮ শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৫ পরীক্ষার্থী। এঁদের মধ্যে ১ জন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ১৪০ জনের ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৩০৮ জনের ফল পরিবর্তন হয়েছে। ৩৩ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৭ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ৩০ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ২১৭ জনের। 

এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ১১৫ জনের। বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৬ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩ পরীক্ষার্থী। এ বোর্ডের ৭ হাজার ৭৩২ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। মোট ২৬৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩১ শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬৩ পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৬৭০ জনের। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন, ফেল থেকে পাস করেছেন ৩১ জন। আর অন্যান্য গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে ৬৮ জনের।

মোট ৫ হাজার ৯১৭ জন ২১ হাজার ৯৫টি পত্রের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। কারিগরি বোর্ডে ৬ হাজার ২৮৯ জন প্রার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন। ফল পরিবর্তন হয়েছে ১০ জনের। জিপিএ ফাইভ বেড়েছে ১৬ জনের।

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি