হোম > শিক্ষা

চবির আবাসিক হল খুলছে আগামীকাল

চবি প্রতিনিধি

দীর্ঘ ৫৭৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। এরই মধ্যে শিক্ষার্থীদের বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে হল প্রশাসন। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে শুরু হবে সশরীরে ক্লাস। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হবে সব আবাসিক হল। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তাঁদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র দেখে হলে প্রবেশ করতে দেওয়া হবে। 

এ ছাড়া হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের বরণ করে নিতে একেক হলে থাকবে একেক আয়োজন। এ সময় শিক্ষার্থীদের দেওয়া হবে ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। কোন কোন হলে দেওয়া হবে এক বেলার খাবার। আবার কোন কোন হলে দেওয়া হবে কলম, চকলেট। 

এ বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মো. সাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের হলে বরণ করে নিতে আমরা প্রস্তুত। স্বাস্থ্যবিধির মানার সর্বোচ্চ চেষ্টা করব ৷ অনেক রুমে এক সিটে দুজন থাকে। আমরা চেষ্টা করব এক সিটে একজন করে ছাত্রী রাখার ৷ হলের ছাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোঁয়ার ব্যবস্থা রাখা হয়েছে। হলে প্রবেশের সময় আমরা ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট দিয়ে বরণ করে নিব। পাশাপাশি দূর-দুরান্ত থেকে যেসব ছাত্রীরা আসবে, তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা রেখেছি। 

শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা কোন অবস্থাতেই অনাবাসিকদের হলে উঠতে দেব না। টিকা কার্ড আর হলের আইডি কার্ড দেখেই শিক্ষার্থীদের হলে উঠতে দেব। শিক্ষার্থীদের বরণে আমরা বেশ কিছু আয়োজনও রেখেছি। তবে হলের ডাইনিং যারা চালায় তাঁদের সঙ্গে আলোচনা করে খাবারের মান ও দাম নির্ধারণ করে খোলা হবে। 

উল্লেখ্য, গত শনিবার থেকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। পুরোদমে ক্লাস চালু না হওয়া পর্যন্ত দুটি শাটল ট্রেন প্রতিদিন সকাল ৮টা ও ৯টায় বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। পরবর্তীতে আবার দুপুর দেড়টা ও আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে। 

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত