হোম > শিক্ষা

বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা

শিক্ষা ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাজারো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয় অন্যতম। দেশটির এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রভোস্ট অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হবে। শিক্ষার্থীদের ৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া থাকছে ঘণ্টা অনুযায়ী কাজ করা ও শেখার সুযোগ। আর ডিনস স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে।

প্রভোস্টের সহকারী পদ কী

প্রভোস্টের অ্যাসিস্ট্যান্টশিপ একটি কাজের সুযোগ। এটি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের দেওয়া হয়। শিক্ষার্থীরা এ কাজের জন্য প্রতি সপ্তাহে ১৫-২০ ঘণ্টা বা প্রতি শিক্ষাবর্ষে মোট ৫৫০ ঘণ্টা কাজ করতে পারবেন। ঘণ্টা অনুযায়ী শিক্ষার্থীরা পেমেন্ট পাবেন।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

পূর্ববর্তী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট, রিকমেন্ডেশন লেটার, একটি স্টেটমেন্ট অব পারপাস, একটি জীবনবৃত্তান্ত ও ইংরেজি ভাষার প্রয়োজনীয় দক্ষতা সনদ ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই

গ্র্যাজুয়েট হতে হবে। শিক্ষার্থীরা শুধু শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন। অবশ্যই ভালো

একাডেমিক স্কোর থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারেবন।

আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল, ২০২৫।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ