হোম > অপরাধ > রংপুর

অনিয়মের অভিযোগে শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান অবরুদ্ধ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে। এঘটনায় উত্তেজিত জনতা চেয়ারম্যানকে ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চেয়ারম্যানকে উদ্ধার করে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, ‘ইউনিয়নে বুধবার দুপুরে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ৫০ কেজির চালের কোন কোন বস্তায় চাল ছিলো ৩৭ কেজি আবার কোন কোন বস্তায় ৪০ কেজি। এ সবকিছুই চেয়ারম্যানের নিয়ন্ত্রণে করা হয়েছে।’ টাকার বিনিময়ে অনেককেই কার্ড দেওয়া হয়েছে জানিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, যারা কার্ড পাওয়ার যোগ্য তাঁরা কার্ড পায়নি। পরে চাল বিতরণ শেষে রাতে চেয়ারম্যান যখন ইউনিয়ন পরিষদে আসেন তখন উত্তেজিত এলাকাবাসী একত্রিত হয়ে তাঁকে অবরুদ্ধ করে। 

অভিযোগের ব্যাপারে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলে, ‘চাল কম দেওয়ার তথ্য মিথ্যা। তবে আমার স্বাক্ষর জাল করে বরাদ্দের অতিরিক্ত কিছু কার্ড বিতরণ করেন আমার বিপক্ষের লোকজন। এটি কঠোরভাবে প্রতিরোধ করি। পরে পরিস্থিতি সামাল দিতে রফিকুল ইসলামসহ দুজনকে আটক করি। এতে আমার বিপক্ষের লোকজন বেপরোয়া হয়ে ওঠে। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।’ 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যানকে পরিষদ থেকে বের করে নিয়ে আসি। আর এসব ভুল বোঝাবুঝির জন্য হয়েছে এখন সব ঠিক হয়ে গেছে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু