হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার অভিযোগে কারাগারে ছেলে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে নিজের বিচার চাইতে থানায় হাজির ছেলে মো. গোলাম আজম (৩০)। আজ সোমবার অভিযুক্ত আজমকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে গতকাল রোববার রাত ২টার দিকে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে হক (৬০) শান্তিনগর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

নিহত ফজলে হকের ভাতিজা সামসুজ্জামান বলেন, আজম রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (রুয়েট) থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি  মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে বাসায় চলে আসেন। পরিবারসহ স্থানীয়দের দাবি আজম দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

ওসি কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্য রাতে আজম থানায় এসে নিজেকে সোপর্দ করে বলেন, ‘বাবাকে খুন করছি। এই হত্যার জন্য নিজের বিচার চাই।’ আজমের দেওয়া তথ্য মতে পুলিশ ওই বাসা থেকে ফজলে হকের মরদেহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ছেলে তাঁর বাবাকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড