হোম > অপরাধ > রংপুর

ছেলের জন্মদিনে ফেনসিডিল দিয়ে আপ্যায়ন, বাবা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনে নিজের বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জিতু ইসলাম (৩১) নামের এক যুবক ও তাঁর বন্ধু আশরাফুজ্জামান। গতকাল মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার দুজনই হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক মাসুদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের ছেলে জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তাঁর বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তাঁর কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু