হোম > অপরাধ > রংপুর

ছেলের জন্মদিনে ফেনসিডিল দিয়ে আপ্যায়ন, বাবা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজনে নিজের বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জিতু ইসলাম (৩১) নামের এক যুবক ও তাঁর বন্ধু আশরাফুজ্জামান। গতকাল মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার দুজনই হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক মাসুদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের ছেলে জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তাঁর বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তাঁর কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ