হোম > অপরাধ > রংপুর

মা হত্যা মামলায় ছেলে রিমান্ডে, বিএনপি নেতা জেলহাজতে

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের আলোচিত স্কুল শিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে অর্ক রায় রাহুলের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আটক বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। 

সিআইডির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মিলির ছেলে রাহুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আটক আসামি আমিনুল ইসলাম সোহাগ জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে আটকের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটত হন নিহত মিলির ছেলে রাহুল। পরে তাঁদের মিলি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়। 

গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। ৪৫ বছর বয়সী মিলি ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের শিক্ষিক ছিলেন। মিলির স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই সন্তানের বিয়ে হয়েছে। তাঁদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড