হোম > অপরাধ > রংপুর

জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন তিনজন। 

আজ সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের খোকা ব্যাপারীর ছেলে। 

স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী মতিয়ার গংদের সঙ্গে জাহাঙ্গীর গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ দুপুর পৌনে ১২টার দিকে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর। 

সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত সোনা মিয়া (৩২), মাসুদ (২৮) ও হাফিজুর (৩০) নামে তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু