হোম > অপরাধ > রংপুর

বোদায় পূর্ব শত্রুতার জেরে আড়াই শ গাছ কেটে ফেলার অভিযোগ

প্রতিনিধি

বোদা (পঞ্চগড়): বোদায় রাতের আঁধারে একটি বাগানের আড়াই শ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা। পূর্বশত্রুতার জেরে পৌরসভার সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গিয়াস উদ্দীন বাদী হয়ে ১২ জনের নামে বোদা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে উক্ত বাগানের জমিসহ আশপাশের কয়েক বিঘা জমি কেনেন গিয়াস উদ্দীন। জমি কেনার পরে তিনি আম, কলা, লিচু, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। কয়েক বছর ধরে এ গাছগুলো ফলনও দিচ্ছে। তবে হকিকুল ও তাঁর পরিবারের সদস্যরা এ জমি নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে কয়েক বছর আগে হকিকুল ইসলামের বাড়ির লোকজন গিয়াস উদ্দীনের বাড়িতে হামলা করে। পরে স্থানীয়রা এর মীমাংসা করেন।

কিছুদিন ধরে হকিকুল ইসলাম আবারও জমি খালি করে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিছুদিন আগে হকিকুলের লোকজন এ বাগানের ১০০টির মতো গাছ কেটে ফেলে। গত সোমবার (৭ জুন) রাতে আবারও হকিকুল ইসলামের পরিবারের সদস্যরা জমি দখলের চেষ্টা করে। এদিন রাতেই তাঁরা বাগানের বিভিন্ন জাতের প্রায় আড়াই শ গাছ কেটে ফেলে। সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পান।

এ বিষয়ে অভিযুক্ত হকিকুল ইসলাম বলেন, ‘গাছ কে বা কারা কেটেছে আমি জানিনা। তবে উক্ত জমি নিয়ে তাঁদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী জানান, কয়েক দিন পূর্বে গিয়াস উদ্দীন একটি অভিযোগ করেছেন। এটির তদন্ত চলছে। এর মাঝে নতুন কোনো ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ