লালমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাড়ির সামনে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কৃষকের নাম আব্দুল মালেক (৪০)। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ এলাকার দোয়ানী পিত্তিভাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার দোয়ানী পিত্তিভাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে। জমি সংক্রান্ত বিরোধেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় প্রচণ্ড গরমের কারণে নিজ বাড়ির সামনে একা বসে ছিলেন আব্দুল মালেক। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাতীবান্ধা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মালেককে কেন হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য কাজ শুরু করেছি। যারা হত্যা করেছে তাঁদের আটক করতে পারলেই মূল ঘটনা জানা যাবে।