হোম > অপরাধ > রংপুর

বেরোবির কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ 

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরানের বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক সম্পর্কসহ নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী। 

সাবেক স্ত্রীর করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আল ইমরান দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন ও অন্য নারীদের সঙ্গে পরকীয়া করতেন। তাদের বিয়ের ১১ বছর হলেও ইচ্ছাকৃতভাবে সন্তান নিতে দিতেন না ও বাচ্চা নষ্ট করেছেন। সংসার ও চিকিৎসার খরচ দিতেন না। উল্টো সাবেক স্ত্রীর পরিবার থেকে ১১ বছরে আনুমানিক ৩০-৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুই বছর যাবৎ ব্যবসা করার কথা বলে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকার দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর পরিবারের ওপর ক্ষিপ্ত হন। 

অভিযোগ পত্রে তিনি আরও উল্লেখ করে বলেন, গত ৫ বছর যাবৎ তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে নিজেকে অবিবাহিত সাজিয়ে পরকীয়ায় লিপ্ত হন। তার এ অপরাধের দায়ে ৪ বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়। ইমরান নেশা করে রাত ১-২টার সময় বাসায় ফেরেন। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেইল করে অভিযোগ পাঠালে তিনি কোনো উত্তর দেননি। এরপর আইনি সহায়তা গ্রহণ করলে তিনি ডিভোর্স লেটার পাঠায়। এ সকল অপরাধের দায়ে ইমরানের সাবেক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আল ইমরান এই বিষয়ে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগটি মিথ্যা।’ 

এ বিষয়ে বেরোবির প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার