হোম > অপরাধ > রংপুর

বেরোবির কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ 

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরানের বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক সম্পর্কসহ নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী। 

সাবেক স্ত্রীর করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আল ইমরান দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন ও অন্য নারীদের সঙ্গে পরকীয়া করতেন। তাদের বিয়ের ১১ বছর হলেও ইচ্ছাকৃতভাবে সন্তান নিতে দিতেন না ও বাচ্চা নষ্ট করেছেন। সংসার ও চিকিৎসার খরচ দিতেন না। উল্টো সাবেক স্ত্রীর পরিবার থেকে ১১ বছরে আনুমানিক ৩০-৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুই বছর যাবৎ ব্যবসা করার কথা বলে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকার দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর পরিবারের ওপর ক্ষিপ্ত হন। 

অভিযোগ পত্রে তিনি আরও উল্লেখ করে বলেন, গত ৫ বছর যাবৎ তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে নিজেকে অবিবাহিত সাজিয়ে পরকীয়ায় লিপ্ত হন। তার এ অপরাধের দায়ে ৪ বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়। ইমরান নেশা করে রাত ১-২টার সময় বাসায় ফেরেন। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেইল করে অভিযোগ পাঠালে তিনি কোনো উত্তর দেননি। এরপর আইনি সহায়তা গ্রহণ করলে তিনি ডিভোর্স লেটার পাঠায়। এ সকল অপরাধের দায়ে ইমরানের সাবেক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আল ইমরান এই বিষয়ে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগটি মিথ্যা।’ 

এ বিষয়ে বেরোবির প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ