হোম > অপরাধ > রংপুর

বেরোবির কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও পরকীয়ার অভিযোগ 

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইসিটি সেলের প্রোগ্রামার মো. আল ইমরানের বিরুদ্ধে যৌতুক দাবি ও অনৈতিক সম্পর্কসহ নানা অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী। 

সাবেক স্ত্রীর করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আল ইমরান দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক নির্যাতন ও অন্য নারীদের সঙ্গে পরকীয়া করতেন। তাদের বিয়ের ১১ বছর হলেও ইচ্ছাকৃতভাবে সন্তান নিতে দিতেন না ও বাচ্চা নষ্ট করেছেন। সংসার ও চিকিৎসার খরচ দিতেন না। উল্টো সাবেক স্ত্রীর পরিবার থেকে ১১ বছরে আনুমানিক ৩০-৩২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুই বছর যাবৎ ব্যবসা করার কথা বলে যৌতুক বাবদ ৫ লক্ষ টাকার দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর পরিবারের ওপর ক্ষিপ্ত হন। 

অভিযোগ পত্রে তিনি আরও উল্লেখ করে বলেন, গত ৫ বছর যাবৎ তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে নিজেকে অবিবাহিত সাজিয়ে পরকীয়ায় লিপ্ত হন। তার এ অপরাধের দায়ে ৪ বছর আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়। ইমরান নেশা করে রাত ১-২টার সময় বাসায় ফেরেন। 

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ইমেইল করে অভিযোগ পাঠালে তিনি কোনো উত্তর দেননি। এরপর আইনি সহায়তা গ্রহণ করলে তিনি ডিভোর্স লেটার পাঠায়। এ সকল অপরাধের দায়ে ইমরানের সাবেক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আল ইমরান এই বিষয়ে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগটি মিথ্যা।’ 

এ বিষয়ে বেরোবির প্রক্টর সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা