হোম > অপরাধ > রংপুর

লুঙ্গির ভাঁজে মিলল গুলিভর্তি বিদেশি পিস্তল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুরে তিনটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। 

পিস্তলটি তাঁর পরনের লুঙ্গির ভাঁজে গোঁজা ছিল। নজরুল উপজেলার ছোট গয়েশপুর (প্রধানপাড়া) গ্রামের বাসিন্দা। 

আজ শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাতে জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। স্থানীয় জিন্নাহ খাঁর আবাদি জমি থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজে গোঁজা অবস্থায় একটি বিদেশি সচল ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি জব্দ করা হয়।

এসপি আরও জানান, নজরুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না—এ ব্যাপারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে সাদুল্যাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা, উপপরিদর্শক মমিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ