হোম > অপরাধ > রংপুর

সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ২ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বর্তমান স্বামীর লোকজনের গণপিটুনিতে সাকোয়াত (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে বুধবার গভীর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকোয়াত গাইবান্ধা পৌর শহরের সরকার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের সাবেক স্ত্রী শিউলী বেগম ও তাঁর স্বামী বায়োজিদ ইসলামকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাখাওয়াত হোসেনের সঙ্গে দুই বছর আগে আনালেরতাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর শিউলি বেগমের সঙ্গে একই গ্রামের বায়োজিত ইসলামের বিয়ে হয়। বিবাহ বিচ্ছেদ হলেও শিউলীর সঙ্গে সাখাওয়াত হোসেনের গোপনে যোগাযোগ গড়ে ওঠে। 

গত বুধবার রাতে সাকোয়াত তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সঙ্গে গোপনে দেখা করতে যান। বিষয়টি আগে থেকেই বুঝতে পেরে শিউলীর স্বামী বায়োজিদ ইসলাম ও তাঁর স্বজনেরা ডাকাত বলে অপপ্রচার চালিয়ে গ্রামবাসীকে খবর দেন। বিক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সাখোয়াতকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে রেখে তাঁরা পালিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সাখোয়াত হোসেনের মৃত্যু হয়। 

গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা