হোম > অপরাধ > রংপুর

কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক তাঁকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃত শামছুল হক উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

পুলিশ জানান, গত শনিবার দুপুরে নয় বছরের ওই শিশুটি শামছুল হকের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে প্রতিবেশী দাদা শামছুল হক শিশুটিকে একা পেয়ে বাড়িতে ডেকে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই শিশুটির বড়ভাই বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় শামছুল হককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী মো. আব্দুল মমিন বলেন, গতকাল রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে শিশুটি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, অভিযুক্ত শামছুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড