হোম > অপরাধ > রংপুর

কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক তাঁকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা-পুলিশ। 

গ্রেপ্তারকৃত শামছুল হক উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের মৃত আফসার আলীর ছেলে। 

পুলিশ জানান, গত শনিবার দুপুরে নয় বছরের ওই শিশুটি শামছুল হকের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সম্পর্কে প্রতিবেশী দাদা শামছুল হক শিশুটিকে একা পেয়ে বাড়িতে ডেকে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ ঘটনায় রাতেই শিশুটির বড়ভাই বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় শামছুল হককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী মো. আব্দুল মমিন বলেন, গতকাল রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে শিশুটি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, অভিযুক্ত শামছুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ