হোম > অপরাধ > রংপুর

সরকারি ওষুধ বাজারে বিক্রি, পল্লি চিকিৎসকের অর্থদণ্ড

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে বিনা মূল্যে বিতরণের জন্য হাসপাতালে দেওয়া সরকারি ওষুধ খোলাবাজারে বিক্রির অপরাধে মামুনুর রশিদ নামে এক পল্লি চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শেখ সাদী এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত পল্লি চিকিৎসক রানীশংকৈল উপজেলার চন্দনচহট ধকরাপট্টি গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। 

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দনচহট বাজারে অভিযান চালিয়ে ওই পল্লি চিকিৎসকের দোকানে বিপুল পরিমাণ এক্সিফিন-১ গ্রাম, সেফট্রোন ১ গ্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন জব্দ করে ভোক্তা অধিকার ও বালিয়াডাঙ্গী থানার পুলিশের একটি দল। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন বলেন, 'বিনা মূল্যে বিতরণের জন্য হাসপাতালে দেওয়া সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রির খবর পেয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালকসহ আমরা পল্লি চিকিৎসকের দোকানে অভিযান চালাই। সেখানে সরকারি ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায় এবং পল্লি চিকিৎসক তাঁর অপরাধ স্বীকার করেন। পরে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের টিম।' 

ঠাকুরগাঁও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, 'এটিই শেষ নয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।' 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত