হোম > অপরাধ > রংপুর

৭০ বোতল ফেনসিডিলসহ আটক পুলিশ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে এক বস্তা ফেনসিডিলসহ হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আটককৃত হুমায়ুন কবির জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ সদস্য। প্রায় তিন মাস আগে হাতীবান্ধা হাইওয়ে থানায় যোগদান করেন তিনি। 

জানা যায়, পুলিশ সদস্য হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে পুলিশি চাকরি করার পাশাপাশি মাদক পাচারের কাজ করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় হুমায়ুন কবিরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তাঁর গাড়িতে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, 'ভারত থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক মহিপুর সেতু হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কাকিনা মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি পুলিশ সদস্য বলে জানতে পেয়েছি। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, 'হুমায়ুন কবির ছুটি নিয়ে এখান থেকে চলে গেছে। এরপর শুনি সে মাদক নিয়ে আটক হয়েছে।' 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, 'বিষয়টি শুনেছি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এখন পর্যন্ত আটকের বিষয়ে অবগত করা হয়নি।' 

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার