হোম > অপরাধ > রংপুর

দিনাজপুরে অস্ত্রসহ যুবক আটক 

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে অস্ত্রসহ সজিব রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নম্বর ৩০) দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে জানান, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, শুটার গান ও গুলিসহ সজিব রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে পার্বতীপুর থানার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী পুরাতন গরুর হাট এলাকায় রাস্তার পার্শ্ববর্তী লিচু বাগানে আগে থেকে ওত পেতে থাকে। এ সময় সজিব রানা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশীয় লোহার তৈরি ৯ এম এম পিস্তল, একটি এলজি শুটার গান, একটি ম্যাগাজিন ও একটি গুলি পাওয়া যায়। 

যুবক অস্ত্রগুলো কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন, এমন প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম জানান, তদন্তের স্বার্থে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা