হোম > অপরাধ > রংপুর

দিনাজপুরে অস্ত্রসহ যুবক আটক 

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে অস্ত্রসহ সজিব রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা (মামলা নম্বর ৩০) দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে জানান, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, শুটার গান ও গুলিসহ সজিব রানা নামে এক যুবককে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে পার্বতীপুর থানার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী পুরাতন গরুর হাট এলাকায় রাস্তার পার্শ্ববর্তী লিচু বাগানে আগে থেকে ওত পেতে থাকে। এ সময় সজিব রানা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশীয় লোহার তৈরি ৯ এম এম পিস্তল, একটি এলজি শুটার গান, একটি ম্যাগাজিন ও একটি গুলি পাওয়া যায়। 

যুবক অস্ত্রগুলো কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিলেন, এমন প্রশ্নের উত্তরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম জানান, তদন্তের স্বার্থে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার