হোম > অপরাধ > রংপুর

হঠাৎ চেকপোস্ট বসিয়ে পাঁচ দিনেই ৩০ লাখ টাকা জরিমানা আদায় আরপিএমপি ট্রাফিক পুলিশের

প্রতিনিধি

রংপুর: রংপুরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে যান চলাচল করায় ১ মে থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ।

সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের নির্দেশে মহানগরের ছয়টি থানার সহযোগিতায় মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে ১৬টি চেকপোস্ট বসানো হয়। এতে গত পাঁচদিনে প্রায় ৮০০টি মামলা দায়েরসহ প্রায় ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৬৫টি যান জব্দও করা হয়েছে।

মেট্রোপলিটন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে অনেকে আইন অমান্য করে মটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাস, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন পরিবহনে চলাচল করছেন। এসব পরিবহনের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।

দেলোয়ার হোসেন আরও বলেন, আইন অমান্য করে অনেকেই বিভিন্ন সরকারি দপ্তরের স্টিকার লাগিয়ে ও অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করছেন। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা এমনটি করছেন। এছাড়া নিয়মনীতি অমান্য করায় এসব জরিমানা ও মামলা দেওয়া হয়। লকডাউনে যাতে কেউ নিয়ম অমান্য করতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড