হোম > অপরাধ > রংপুর

হঠাৎ চেকপোস্ট বসিয়ে পাঁচ দিনেই ৩০ লাখ টাকা জরিমানা আদায় আরপিএমপি ট্রাফিক পুলিশের

প্রতিনিধি

রংপুর: রংপুরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে যান চলাচল করায় ১ মে থেকে ৫ মে পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ।

সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের নির্দেশে মহানগরের ছয়টি থানার সহযোগিতায় মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে ১৬টি চেকপোস্ট বসানো হয়। এতে গত পাঁচদিনে প্রায় ৮০০টি মামলা দায়েরসহ প্রায় ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৬৫টি যান জব্দও করা হয়েছে।

মেট্রোপলিটন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে অনেকে আইন অমান্য করে মটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাস, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন পরিবহনে চলাচল করছেন। এসব পরিবহনের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।

দেলোয়ার হোসেন আরও বলেন, আইন অমান্য করে অনেকেই বিভিন্ন সরকারি দপ্তরের স্টিকার লাগিয়ে ও অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করছেন। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা এমনটি করছেন। এছাড়া নিয়মনীতি অমান্য করায় এসব জরিমানা ও মামলা দেওয়া হয়। লকডাউনে যাতে কেউ নিয়ম অমান্য করতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু