হোম > অপরাধ > রংপুর

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ: বেরোবিতে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪ 

রংপুর ও বেরোবি প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে  উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত একজনের নাম মারুফ। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী। অপর তিনজন হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১১ ব্যাচের ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের মাসুদ ও স্বপন।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে এক বহিরাগত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিরাগতরা আটক করে মারধরের হুমকি দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সহপাঠীকে ছাড়িয়ে আনতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া ও পালটা ধাওয়া হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চলে কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

রংপুরের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পরেও আমরা কঠোর নজর রাখছি। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার