হোম > অপরাধ > রংপুর

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সোনাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের ফয়জাল রহমানের বড় ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ছোট ভাই ইউনুসের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ  চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুল ইসলাম ও তাঁর দুই ছেলে লতিফ, মোতালেবসহ বেশ কয়েকজন ইউনুসকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত ইউনুসকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে।  

রফিকুল ইসলাম এবং তাঁর দুই ছেলে লতিফ ও মোতালেব পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে  গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ