হোম > অপরাধ > রংপুর

সৈয়দপুরে মাটি খুঁড়ে পাওয়া গেল ভিজিএফের চাল

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাঁশঝাড়ের পাশে মাটি খুঁড়ে ভিজিএফের পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের কিসামত খাদিখোল এলাকা থেকে ওই চাল উদ্ধার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি চাল দুস্থদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানার পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করে। 

এলাকার লোকজনের অভিযোগ, ওই চাল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনের। তিনি আত্মসাতের উদ্দেশ্যে ওই চাল লুকিয়ে রেখেছিলেন। এলাকাবাসী তাঁর বাড়ি তল্লাশির দাবি জানিয়েছেন। এ সময় তাঁরা আরও বলেন, দরিদ্র মানুষ কোনো স্লিপ পায়নি। তাঁরা সঠিক তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। 

তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন। তিনি বলেন, ‘আমরা সঠিকভাবেই আগে স্লিপ বিতরণ করেছি। সেই অনুযায়ী চালগুলো বিতরণ করা হয়েছে। হয়তো দুস্থরাই এগুলো রেখেছে।’ 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ওই এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত