হোম > অপরাধ > রংপুর

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দপ্তরিকে বরখাস্তের নির্দেশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কদমতলী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি শাহীন মিয়ার (৪০) বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে শিক্ষা অফিস।

এ ঘটনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত দপ্তরিকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন। গত বুধবার দুপুর দেড় টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নির্যাতনের এ ঘটনা ঘটে।

শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক-ম্যানেজিং কমিটিকে অভিযুক্ত দপ্তরি শাহীনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এ ঘটনায় অভিযুক্ত ওই বিদ্যালয়ের পিয়ন (দপ্তরি) শাহীন মিয়া। উপজেলার হোসেনপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের আকবর নগর গ্রামের মৃত নজের আলীর ছেলে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম মণ্ডল আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড় টার দিকে টিফিনের সময় ভুক্তভোগী ওই ছাত্রী ক্লাসরুমে একা অবস্থান করছিল। এ সময় বিদ্যালয়ের দপ্তরি শাহীন জোর করে মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাৎক্ষণিক মেয়েটি শিক্ষকদের কিছু না জানিয়ে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে মেয়েটির মাসহ স্বজনেরা বিদ্যালয়ে এসে শাহীনের বিচার দাবি করে। এ সময় এলাকাবাসী-অন্যান্য অভিভাবকেরাও বিক্ষুব্ধ হয়ে পড়েন। সে সময় শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা শান্ত হন। 

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার