হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় চোর সন্দেহে জয় (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের কয়েকজন লোক। রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। 

জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয়। বাড়িতে চোর ঢুকেছে বলে মন্টু হই চই শুরু করলে তাঁর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় ওই কিশোর বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে পড়ে। মন্টু ও আশরাফুল গাছে থেকে জয়কে নামিয়ে এনে মারধর শুরু করের। এরই মধ্যে চোর ধরা পড়েছে—এমন খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে কিশোরকে মারপিট শুরু করে। রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোর মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ নিয়ে যায়। এর আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক