হোম > অপরাধ > রাজশাহী

এমএইচভি কর্মীদের বেতন কেটে রাখছে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জ চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) বেতন-ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের নির্দেশেই এ টাকা কর্তন করা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের। তবে গত বছরের পাঁচ মাসের বেতন থেকে টাকা কর্তনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে চৌহালী উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিকের জন্য সাতজন করে মোট ১০৫ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁদের মাসিক বেতন-ভাতা ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার ভলান্টিয়ারদের জনপ্রতি চার মাসের বেতন বাবদ ১৪ হাজার ৪ শ টাকা আসে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের দেওয়া হয়েছে ১০ হাজার ৪ শ টাকা করে। যদিও বেতনের শিটে ১৪ হাজার ৪ শ টাকা গ্রহণের স্বাক্ষর নেওয়া হয়েছে।

বেতন কম দেওয়ার অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কয়েকজন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের চার মাসে বেতন এসেছে ১৪ হাজার ৪ শ টাকা। প্রতি মাসে ৩ হাজার ৬ শ টাকা করে। এখানে শিটে ১৪ হাজার ৪ শ টাকা লেখা আছে। কিন্তু আমাদের দেওয়া হয়েছে ১০ হাজার ৪ শ টাকা। আর টাকা কই তাহলে?

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থানা হেলথ অফিসার (টিএইচও) আবদুল কাদের বলেন, এমএইচভি আছেন ১০৫ জন। তাঁদের প্রাপ্য টাকাই দেওয়া হচ্ছে। আমরা ১০ শতাংশ ভ্যাট বাবদ ১ হাজার ৪৪০ টাকা, ৫ শতাংশ অডিট ফি বাবদ ৭২০ টাকা, স্ট্যাম্প ফি বাবদ ৪০ টাকা এবং গত বছরের ৫ মাসের ১০ শতাংশ ১ হাজার ৮০০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে মোট ৪ হাজার টাকা করে কেটে নেওয়া হচ্ছে।

গত বছরের ভ্যাট এ বছরের বেতন থেকে কেন কাটা হচ্ছে– এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় কোনো নির্দেশ ছিল না তাই এই বছর ওই টাকা কর্তন করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কি এমন কিছু বলা আছে? এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে জানতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ শতাংশ ভ্যাট ও অডিট ফি বাবদ ৩ থেকে ৫ শতাংশ কর্তনের নতুন নির্দেশনা এসেছে এবার। তবে ৪ হাজার টাকা কর্তনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের