হোম > অপরাধ > রাজশাহী

যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত, যুবক আটক

পাবনা প্রতিনিধি

পাবনায় জুবায়ের রহমান (২৫) নামের এক বাসের সহযোগীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। হত্যায় অভিযুক্ত মারুফ হোসেন শুভকে (২৫) চাকুসহ আটক করেছে পুলিশ। 

আজ সোমবার ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রীছাউনির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাসের সুপারভাইজার জাকির হোসেন সুমনকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে। আহত সুপারভাইজার সুমন পাবনা সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে এবং আটক যুবক পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ছেলে। 

আহত সুপারভাইজার সুমন জানান, ঢাকা-পাবনা রুটে চলাচলকারী মাছরাঙ্গা পরিবহনের বাসটি রোববার রাত ১২টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাড়ে। বাসটি চান্দুরা এলাকায় থামিয়ে যাত্রী তোলার সময় ওই যাত্রী মারুফ হোসেন শুভ যাত্রী তুলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যাত্রী শুভ সুপারভাইজারের হাতে থাপ্পড় মারেন। এ সময় সেখানকার বাসশ্রমিকেরা ওই যাত্রীকে চড়-থাপ্পড় দেন। তখন যাত্রী শুভ বাসের সুপারভাইজারকে পাবনা গেলে দেখে নেবে বলে হুমকি দেন। 

সুমন আরও বলেন, ‘বাসটি ভোর ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছালে শুভ চাকু বের করে সুপারভাইজার ও সহযোগী জুবায়েরের ওপর হামলা করেন। এ সময় তাঁর ছুরিকাঘাতে জুবায়ের ও সুপারভাইজার আহত হন। তাঁদের চিৎকারে বাসের অন্য শ্রমিকেরা শুভকে আটক করেন এবং আহত দুজনকে পাবনা জেলার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে একটি চাকুসহ গ্রেপ্তার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে