একটি মন্দিরে চুরি শেষে বের হতে গিয়ে দেয়ালের গর্তের মধ্যে ফেঁসে গেল চোর। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায়। গতকাল বুধবার একজন পুলিশ কর্মকর্তা এমনটি জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীকাকুলাম জেলার কাঞ্চিলি থানায় এ ঘটনায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
কাঞ্চিলি থানার সিনিয়র ইন্সপেক্টর চিরঞ্জীবী বলেন, পাপা রাও নামে এক চোর শ্রীকাকুলাম জেলার জামি ইল্লামা মন্দির থেকে নয় গ্রাম রৌপ্য চুরি করে। মন্দিরের দেয়ালে গর্ত করে ভেতরে প্রবেশ করে। বের হওয়ার সময় গর্তে আটকে যায় সে। চোরকে হাতেনাতে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
মন্দিরের মালিক ইয়েল্লামা বলেন, এমন ঘটনা আগে ঘটেনি। একটা গর্ত দিয়ে সে ঢুকতে পারলেও বের হতে পারেনি। তাকে দেবীর নাকের আংটি ও অন্যান্য রুপার অলংকার বাইরে ফেলে দিতে দেখা গেছে।
চুরি সম্পর্কিত পড়ুন: