হোম > অপরাধ > ইউরোপ

নতুন মাদকের প্রভাবে ভবন থেকে লাফিয়ে পড়ছে, কাচ চিবিয়ে খাচ্ছে মানুষ

মাঙ্কি ডাস্ট নামে একটি মাদক দুশ্চিন্তার কারণ হয়েছে যুক্তরাজ্যে। এ মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করছে দেশটির তরুণ সমাজ। মাদকটি সেবন করে তাদের কেউ ভবন থেকে লাফিয়ে পড়ছে, কেউ আবার চিবিয়ে কাচের গ্লাস খাওয়ার চেষ্টা করছে।

ভয়ংকর এই মাদকটিকে ক্ষতির দিক থেকে এ-ক্লাস (প্রথম সারির) হিসেবে চিহ্নিত করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এমনটি করা হলে এই মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের যাবজ্জীবন সাজা হতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মাদকটি সেবন করলে হেলুসিনেশনের পাশাপাশি ছিটগ্রস্ত হয়ে পড়ে মানুষ। শুধু তাই নয়, নিজেকে হাল্কের মতো শক্তিশালী ভাবতে শুরু করে তারা।

মাদকটি ইংল্যান্ডের স্টোক-অন-ট্রেন্ট এবং স্টাফোর্ডশায়ারে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।

এক ঘটনায় দেখা গেছে, স্ট্যাফোর্ডশায়ার কাউন্টির বার্টন এলাকায় মাঙ্কি ডাস্ট সেবন করে দেওয়াল বেয়ে একটি ভবন ছাদে ওঠেন এক ব্যক্তি। পরে তিনি সেখান থেকে নিচে থাকা একটি গাড়ির ওপর লাফিয়ে পড়েন এবং পুলিশ অফিসারদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। অনেক উঁচু থেকে লাফিয়ে পড়লেও ওই ব্যক্তির মধ্যে ব্যথার কোনো অনুভূতিই ছিল না।

এ অবস্থায় যুক্তরাজ্যের জরুরি পরিষেবাগুলো এই মাদকের বিস্তারকে একটি মহামারির সঙ্গে তুলনা করছে।

এই মাদকের বিষয়ে দেশটির অপরাধ এবং পুলিশিং মন্ত্রী ক্রিস ফিল্প বলেন, ‘এই সিনথেটিক মাদক বহু জীবন, পরিবার এবং মহল্লা ধ্বংস করে দিচ্ছে। ল্যাবে তৈরি করা এই মাদককে অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে।’

স্টাফোর্ডশায়ারের পুলিশ প্রধান রব হেসেল বলেছেন, ‘আমরা এই সিনথেটিক মাদককে এ শ্রেণিভুক্ত করার বিষয়টিকে সমর্থন করছি। এমনটি করা হলে এর ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।’

হেসেল মনে করেন, এ শ্রেণিভুক্ত করলে এই মাদকটি মানুষের হাতে পৌঁছানো কঠিন হয়ে যাবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট