হোম > অপরাধ > ইউরোপ

চিনতে না পেরে ছেলের গলায় ছুরি ধরলেন ছিনতাইকারী বাবা

ভুল করে নিজের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক বাবা। ঘটনাটি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত বছরের নভেম্বরের। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এটি প্রকাশ্য আসে। 

প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে গ্লাসগোর ক্রানহিলের একটি এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী ওই ছেলেটি বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে ১০ পাউন্ড তোলে। এমন সময় পাশে অন্ধকারে কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা একজনকে দেখতে পায়। 

এ ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন টাকা তুলে কার্ড পকেটে ঢোকায়। তখন বাঁয়ে ঘুরতেই তার মুখের পাশে কিছু অনুভব করে। এরপর সামনে লম্বা একটি ছুরি দেখতে পায় সে। এ সময় হুডি পরা ওই ব্যক্তি তাকে পাউন্ডগুলো দিয়ে দিতে বলেন। তাৎক্ষণিকভাবে নিজের বাবার কণ্ঠস্বর টের পায় সে। ওই কিশোর তখন বলে, ‘তুমি কি সিরিয়াস? তুমি চিনতে পেরেছ আমাকে?’ তখন হুডি পরা লোকটি বলেন, ‘আমি এসব কেয়ার করি না।’ এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং জিজ্ঞেস করে, ‘তুমি কী করছ এসব?’ তখন ছেলেকে চিনতে পেরে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না।’ 

প্রসিকিউটর ক্যারি আরও বলেন, ঘটনার পর ওই কিশোর দ্রুত সেখান থেকে চলে যায় এবং পুলিশ জেনে যাওয়ার আগে পরিবারকে জানায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে দোষ স্বীকার করে বলেন, ‘আমি চিনতে পারিনি ওকে। আমার অন্যায় হয়েছে—এমন কাজ করা।’ 

অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দেওয়ার পর স্থানীয় শেরিফ আদালতকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই বিরল।’ 

আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও