হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ (ডিবি মিরপুর)। গতকাল শুক্রবার তাঁকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা পুলিশ বলছে, সোহেলের কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির টাকায় কেনা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সোহেল রানা একসময় মানি প্ল্যান্ট নামের ওই প্রতিষ্ঠানে গাড়িচালকের চাকরি করতেন। এ ঘটনায় সাতজন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। 

ডিবি জানায়, ডাকাতি করা টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতি হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল