হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ (ডিবি মিরপুর)। গতকাল শুক্রবার তাঁকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা পুলিশ বলছে, সোহেলের কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির টাকায় কেনা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সোহেল রানা একসময় মানি প্ল্যান্ট নামের ওই প্রতিষ্ঠানে গাড়িচালকের চাকরি করতেন। এ ঘটনায় সাতজন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। 

ডিবি জানায়, ডাকাতি করা টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতি হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া