হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিকেলে আদাবর থানাধীন বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের এক কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এক্সেল বাবুর ছত্রচ্ছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার গডফাদার হিসেবে পরিচিত। সেনাবাহিনী তাঁকে গত কয়েক মাসে চার থেকে পাঁচবার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন।

মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা হয়। পরে মোহাম্মদপুর থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ সন্ত্রাসী, অস্ত্র ও চাঁদাবাজির ১২-১৩টি মামলা ঢাকার বিভিন্ন থানায় রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে