হোম > অপরাধ > ঢাকা

নার্স নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। চক্রটি অন্তত ৪৪ জন পরীক্ষার্থীর কাছে থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী এক তরুণী রাজধানীর শাহবাগ থানায় মামলা করার পর চক্রের হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন—এমরান হোসেন ও আহমদ উল্লাহ ফয়সাল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রের সামনে ঘুরে ঘুরে চাকরি প্রত্যাশীদের টার্গেট করতেন তাঁরা। পরবর্তীতে সেখানে তাঁদের সঙ্গে কথা বলে মোবাইল নম্বর নিয়ে আসতেন। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। এ জন্য প্রতি চাকরি প্রত্যাশীর সঙ্গে তিন লাখ টাকার চুক্তি করতেন। চুক্তির পরই নিজেদের মতো করে বানানো নিয়োগ পত্র তাঁদের হাতে ধরিয়ে দিতেন। 

সাদিয়া খাতুন নামের ভুক্তভোগী নারী মামলার অভিযোগে বলেছেন, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি বর্তমানে ঢাকার রামপুরা এলাকায় থাকেন। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করেন। রাজধানীতেই এক পরীক্ষা কেন্দ্র তাঁর সঙ্গে পরিচয় হয় এমরান হোসেনের। তিন লাখ টাকার বিনিময়ে চাকরির চুক্তি করেন। এরপর গত ফেব্রুয়ারি মাসে তিন ধাপে দেড় লাখ টাকা দেন। পরে চক্রটির দেওয়া নিয়োগপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখা এটা ভুয়া নিয়োগপত্র বলে জানান। এরপর তিনি মামলা করেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ তদন্ত বিভাগে টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হক বলেন, এই চক্র এভাবেই অনেকের কাছে থেকে ভুয়া নিয়োগ দিয়ে টাকা আত্মসাৎ করেছে। চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি কেউ থাকলে তাঁদেরও খোঁজা হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা সহজ উপায়ে চাকরি নিতে গিয়ে এমন প্রতারণার ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক থাকতে বলেন।

প্রতারণা সম্পর্কিত পড়ুন:

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ