হোম > অপরাধ > চট্টগ্রাম

‘বন্ধুকযুদ্ধে’ নিহতদের এলাকায় দাফন না করার দাবিতে ঝাড়ুমিছিল

কুমিল্লা প্রতিনিধি

কাউন্সিলর সৈয়দ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ দাস হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁদের এ অঞ্চলে দাফন না করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

আজ মঙ্গলবার নগরীর পাথুরিয়া পাড়ায় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিহত সোহেলের কার্যালয়ের সামনে নারী-পুরুষ জড়ো হয়ে ঝাড়ুমিছিল করে এ দাবি জানান। 

আলেয়া বেগম নামে এক নারী বলেন, ‘আমাদের জনপ্রিয় কাউন্সিলরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ খুনিদের চিহ্ন এ এলাকায় রাখতে চাই না। কাউন্সিলরকে খুন করে এ মাটি যারা রঞ্জিত করেছে, তাদের জায়গা এ মাটিতে দেব না। আমরা খুনিদের প্রতি ঘৃণা প্রদর্শন করে জুতা ও ঝাড়ুমিছিল করছি।’ 

গতকাল সোমবার দিবাগত রাতে কাউন্সিলর সোহেল হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ সময় তিন পুলিশও আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল ও একটি পাইপগান ও কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। 

নিহত ব্যক্তিরা হলেন হত্যা মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৮), ৫ নম্বর আসামি সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২)। 

২২ নভেম্বর নগরীর সুজানগরে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিল সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ। 

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ