হোম > অপরাধ > চট্টগ্রাম

‘বন্ধুকযুদ্ধে’ নিহতদের এলাকায় দাফন না করার দাবিতে ঝাড়ুমিছিল

কুমিল্লা প্রতিনিধি

কাউন্সিলর সৈয়দ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ দাস হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁদের এ অঞ্চলে দাফন না করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

আজ মঙ্গলবার নগরীর পাথুরিয়া পাড়ায় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিহত সোহেলের কার্যালয়ের সামনে নারী-পুরুষ জড়ো হয়ে ঝাড়ুমিছিল করে এ দাবি জানান। 

আলেয়া বেগম নামে এক নারী বলেন, ‘আমাদের জনপ্রিয় কাউন্সিলরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ খুনিদের চিহ্ন এ এলাকায় রাখতে চাই না। কাউন্সিলরকে খুন করে এ মাটি যারা রঞ্জিত করেছে, তাদের জায়গা এ মাটিতে দেব না। আমরা খুনিদের প্রতি ঘৃণা প্রদর্শন করে জুতা ও ঝাড়ুমিছিল করছি।’ 

গতকাল সোমবার দিবাগত রাতে কাউন্সিলর সোহেল হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ সময় তিন পুলিশও আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল ও একটি পাইপগান ও কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। 

নিহত ব্যক্তিরা হলেন হত্যা মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৮), ৫ নম্বর আসামি সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২)। 

২২ নভেম্বর নগরীর সুজানগরে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিল সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫