হোম > অপরাধ > বরিশাল

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটা, গ্রেপ্তার ১ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় বরগুনার আমতলী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ মামলা হয়। আজ শনিবার দুপুরে পুলিশ মামলার আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়। 

জানা গেছে, উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে এক বছর ধরে বখাটে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে বখাটে জাহিদ বাড়ি থেকে তুলে নিয়ে যান। স্থানীয় ইউপি সদস্য জালাল খানের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। গত বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে বখাটে জাহিদ পুনরায় উত্ত্যক্ত করে বলে জানান স্কুলছাত্রী। খবর পেয়ে ছাত্রীর বাবা এ ঘটনার প্রতিবাদ ও জাহিদকে মারধর করে বলে দাবি করেন ছেলের খালু স্বজল আকন।

এ ঘটনার জের ধরে ওই দিন রাতে মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদ মোল্লার খালু স্বজল আকন ডেকে নেন। পরে স্বজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে মেয়ের বাবা বিবস্ত্র হয়ে গেলেও তাঁরা মারধরে নিবৃত্ত হননি। এ সময় তাঁদের রক্ষায় মেয়ের চাচাতো ভাই রিমন এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করেন। এতে তাঁদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। 

খবর পেয়ে স্বজনেরা তাঁদের উদ্ধার করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছাত্রীর মা গত বৃহস্পতিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫