হোম > অপরাধ > বরিশাল

কালীগঞ্জে নারীসহ ৩ জনকে পায়ের রগ কেটে জখম, গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, কালীগঞ্জ (সাতক্ষীরা) 

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দিনের বেলা প্রকাশ্যে নারীসহ ৩ জনকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কালিগঞ্জের চাঁচাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিদার বক্স মোড়ল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দা ও রড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দিদার বক্স উপজেলা চাঁচাই গ্রামের মৃত মাদার আলী মোড়লের ছেলে। 

আহতরা হলেন, চাঁচাই গ্রামের শহিদুল মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন (৫৫), তাঁর ছেলে শফিকুল ইসলাম (২৮) ও একই গ্রামের মৃত বদিউল্লাহ মোড়লের ছেলে আব্দুস সালামকে (৪৫)। আহতদের ওই দিনই কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে ঘটনায় আহত আব্দুস সালামের ভাই হামিদুল ইসলাম বাদী হয়ে দিদারসহ ৩ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার সকালে কালিগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দিদার দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির ছত্র ছায়ায় উপজেলা জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, জোরপূর্বক দখলসহ নানান অপকর্ম চালিয়ে আসছে। তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণ, আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার রড, দা, শাবল ও অবৈধ অস্ত্র নিয়ে দিদারের নেতৃত্বে ৩-৪ জন শফিকুলকে কোপাতে থাকে। এ সময় শফিকুলের ডাক চিৎকারে তাঁর মা ফাতেমা বেগম এবং চাচাতো ভাই আব্দুস সালাম ছুটে আসলে তাঁদের পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় গ্রামবাসী তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। 

পরে বিষয়টি থানায় জানালে উপপরিদর্শক আশিস কুমার ও সহকারী পরিদর্শক তরুণ সরকার সঙ্গীয় ফোর্স ও এলাকাবাসীর সহায়তায় দিদার বক্সের বাড়ি ঘেরাও করে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

নাম প্রকাশে কয়েকজন বলেন, দিদারকে গ্রেপ্তার করায় গতকাল শুক্রবার চাঁচাই, হোগলা, পারুগাছা, বিষ্ণুপুর, বন্দকাটি ইউনিয়ন জুড়ে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসীরা। তাঁর ভাই আব্দুল কাদেরের বয়স ৫০ বছর হলেও ভুয়া জন্মসনদ, পরিচয়পত্র এবং শ্যামনগর উপজেলার সুন্দরবন হাইস্কুলের নাম ব্যবহার করে ভুয়া সনদে চৌকিদারি চাকরি করছেন। 

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে আজ শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ