হোম > অপরাধ > বরিশাল

ছোট ভাইকে হত্যা করে বড় ভাইয়ের থানায় আত্মসমর্পণ 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। আজ রোববার ভোরে নলছিটি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মেহেদী হাসান। নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম করেন। এরপর রুমের ভেতর আটকে রাখেন তাঁর বড় ভাই মেহেদী হাসান। পরে সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাঁদের আরেক বড় ভাই রুহুল আমিনকে জানান মেহেদী। এরপর দ্রুত বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার