হোম > অপরাধ > বরিশাল

প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় বাবার ‘আত্মহত্যা’

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় রতন রায় (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনেরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এ ঘটনা ঘটে। রতন রায় ওই গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে। 

রতন রায়ের স্ত্রী চম্পা রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে গত রোববার একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমার একমাত্র মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে আমার স্বামী অভিমান করে আত্মহত্যা করেছে।’ 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম পরিবারের বরাত বলেন, ‘রতন রায়ের কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তাই আজ মঙ্গলবার ভোরে তাঁর বাবা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা রতন রায়কে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম বলেন, ‘কীটনাশক পান করা অসুস্থ এক রোগীকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিশু বলেন, ‘রতন রায়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের