হোম > অপরাধ > বরিশাল

হাতুড়িপেটার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এই মামলা করেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে একবার তিনি বাড়ি থেকে তুলেও নিয়ে যান। সর্বশেষ গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা আবার উত্ত্যক্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদের খালু সজল আকন ডেকে নেন। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ঘটনার দিনই ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের