হোম > অপরাধ > বরিশাল

হাতুড়িপেটার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এই মামলা করেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে একবার তিনি বাড়ি থেকে তুলেও নিয়ে যান। সর্বশেষ গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা আবার উত্ত্যক্ত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদের খালু সজল আকন ডেকে নেন। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ঘটনার দিনই ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫