বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম থেকে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৩ এপ্রিল মেঘনা নদীতে অভিযান চালিয়ে হিজলা নৌ-পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ১২ লাখ ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ৪৫০ কেজি মাছ জব্দ করা হয়।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন চরকুশরিয়া গ্রামের কামাল (২২) ও চর বিশর গ্রামের নোমান (২০)। তাঁদের কাছ থেকে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা করা হয়েছে। উদ্ধার করা মাছগুলো বিতরণ করা হয়েছে উপজেলার বিভিন্ন এতিমখানায়।
এ নিয়ে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, ‘দুই জেলের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁদের করাগারে পাঠানো হয়েছে। জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।’