হোম > অপরাধ > বরিশাল

বাউফলে ১৫ মণ জাটকাসহ আটক ৮ 

পটুয়াখায়লীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ আটজনকে আটক করেছে নৌ-পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভোলা জেলার বোরহান উদ্দিনের মো. শামীম হোসেন (১৮), মো. বাসেদ (৫৫), মো. ইউনুছ (২২), মো. জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০), তজুমুদ্দিনের মো. মহসিন (১৮) ও পারভেজ (১৮)।

আটক প্রত্যেক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান।

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, গতকাল শনিবার রাতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে তেঁতুলিয়া নদীতে জাটকাবিরোধী অভিযানে নামে। পরে আজ রোববার ভোরে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে ১৫ মণ জাটকাসহ আট জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নৌ-পুলিশ ও মৎস্য অফিসের যৌথ জাটকাবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম