হোম > অপরাধ > বরিশাল

কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে আলাউদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। 

এ ছাড়া ওই রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তাঁর ছেলে রিফাতকে (১৮) আটক করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটক দুজনসহ অজ্ঞাত ছয়জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এ সময় দক্ষিণ বালিয়াতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাঁদের বাড়ির অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তাঁর ছেলে রিফাতকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব