হোম > অপরাধ > বরিশাল

কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ভাতিজার বিরুদ্ধে আলাউদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতে আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। 

এ ছাড়া ওই রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তাঁর ছেলে রিফাতকে (১৮) আটক করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটক দুজনসহ অজ্ঞাত ছয়জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। 

নিহতের স্বজনেরা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এ সময় দক্ষিণ বালিয়াতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাঁদের বাড়ির অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তাঁর ছেলে রিফাতকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম