হোম > অপরাধ > বরিশাল

লালমোহনে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন করেছেন উপজেলা জমিয়াতুল মোদাররেসিন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে লালমোহন চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন পালন করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার উপজেলার ভেদুরিয়া সেরাজিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মো. বশির উল্যাহর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন ধলীগৌরনগর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহে আলমের বড় ভাই ছবিরুল হক ও তাঁর সহযোগীরা। পরে স্থানীয়রা বশির উল্যাহকে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়।

আজ দুপুরে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে লালমোহন চৌরাস্তার মোড়ে মানববন্ধন করেছেন উপজেলা জমিয়াতুল মোদাররেসিন ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদ্রাসা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন-জমিয়াতুল মোদাররেছিন লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চতলা হাসেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বিশ্বাস, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ হোসেন, ভেদুরিয়া সেরাজিয়া ফাজির মাদ্রাসার প্রভাষক মো. শফিউল্যাহ, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিল হাওলাদার, বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের লালমোহন শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মিয়া প্রমুখ। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার