হোম > অপরাধ > বরিশাল

শ্বশুরবাড়ি দাওয়াতে এসে গ্রেপ্তার হলেন ‘ডাকাত সর্দার’ 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হলেন ‘আন্তজেলা ডাকাত দলের সর্দার’ সিদ্দিকুর রহমান ভূঁইয়া (২৭)। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর আক্রমণে দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

তালতলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ভূঁইয়া জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা। তাঁর নামে জেলার বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। গতকাল রাতে তিনি উপজেলার বাদুরগাছা গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছেন, এমন খবর পায় পুলিশ। এরপর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে ঢুকতেই পুলিশের ওপর চড়াও হন সিদ্দিকুর। এতে দুজন সদস্য আহত হলেও তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এএসআই কামালকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছি। এ সময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। তাঁর নামে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানোর কথা রয়েছে।’

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড