হোম > অপরাধ > বরিশাল

শ্বশুরবাড়ি দাওয়াতে এসে গ্রেপ্তার হলেন ‘ডাকাত সর্দার’ 

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হলেন ‘আন্তজেলা ডাকাত দলের সর্দার’ সিদ্দিকুর রহমান ভূঁইয়া (২৭)। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর আক্রমণে দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

তালতলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ভূঁইয়া জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা। তাঁর নামে জেলার বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। গতকাল রাতে তিনি উপজেলার বাদুরগাছা গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছেন, এমন খবর পায় পুলিশ। এরপর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে ঢুকতেই পুলিশের ওপর চড়াও হন সিদ্দিকুর। এতে দুজন সদস্য আহত হলেও তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এএসআই কামালকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছি। এ সময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। তাঁর নামে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানোর কথা রয়েছে।’

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব