হোম > অপরাধ > বরিশাল

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। ওই নারীর আরও পাঁচ সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা—জমিজমা সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। 

আজ সোমবার সকালে সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহতের নাম বিবি কুলসুম (৪০)। তিনি সাজিকান্দি গ্রামের মো. তছির মাঝির স্ত্রী। তছির পেশায় একজন জেলে। 

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা বলছে, কুলসুম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে যে কোনো সময় তাঁর ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূ কুলসুমকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে।’ 

ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ উদ্ঘাটন করা যায়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে, ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু