হোম > অপরাধ > বরিশাল

গৌরনদীতে কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় গ্রেপ্তার ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ফাহিম সরদার (১৭) নামের এক কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় সাইফুল ব্যাপারী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কলেজছাত্র দক্ষিণ চাঁদশী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে ও মাহিলাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফাহিম সরদার গতকাল শনিবার সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে অটো ভ্যানে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে জোড়া ব্রিজে পৌঁছালে তাদের অটো ভ্যানকে সাইড না দেওয়া নিয়ে একই গ্রামের নীল মনি মণ্ডল ও তাঁর সহযোগীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে নিল মনি ও তাঁর সহযোগীরা চাপাতি দিয়ে ফাহিমের বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার রাতে আহতের বড় ভাই রাব্বি সরদার বাদী হয়ে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ব্যাপারীকে চাপাতি ও দা’সহ গ্রেপ্তার করেছে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনার মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা