হোম > অপরাধ > বরিশাল

গৌরনদীতে কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় গ্রেপ্তার ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ফাহিম সরদার (১৭) নামের এক কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় সাইফুল ব্যাপারী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কলেজছাত্র দক্ষিণ চাঁদশী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে ও মাহিলাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফাহিম সরদার গতকাল শনিবার সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে অটো ভ্যানে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে জোড়া ব্রিজে পৌঁছালে তাদের অটো ভ্যানকে সাইড না দেওয়া নিয়ে একই গ্রামের নীল মনি মণ্ডল ও তাঁর সহযোগীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে নিল মনি ও তাঁর সহযোগীরা চাপাতি দিয়ে ফাহিমের বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার রাতে আহতের বড় ভাই রাব্বি সরদার বাদী হয়ে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ব্যাপারীকে চাপাতি ও দা’সহ গ্রেপ্তার করেছে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনার মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের