হোম > অপরাধ > বরিশাল

স্বামীকে ‘বাগে’ আনতে ওঝার কাছে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ওই নারীর স্বামীর সঙ্গে বিরোধ চলছে। বিয়ের কিছুদিন পরেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী স্বামীকে ‘বাগে আনতে’ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের ফকির (ওঝা) শহিদুলের কাছে আসেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান এবং আসামিরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহায়তা করেন আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। ভয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। অবশেষে পরিবারের সম্মতিক্রমে শনিবার কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনি থানায় অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড