হোম > অপরাধ

পাহাড়িদের চীনে পাচার: পাচারকারীর কবজা থেকে তরুণী উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের নারীদের চীনে পাচারের ঘটনায় করা এক মামলায় পাচারকারীর হাত থেকে ভুক্তভোগী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন ওই তরুণী।

উদ্ধার হওয়া তরুণীকে গতকাল রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। তবে এ ঘটনায় পাচারকারী 
চক্রের দুজনকে আটক করা হলেও তাঁদের আদালতে তোলেননি তদন্তকারীরা। তাই মামলার বাদী সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা সিআইডির পরিবর্তে পিবিআইকে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

উদ্ধার হওয়া তরুণী গতকাল বিকেলে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে জবানবন্দি দেন।আদালত জবানবন্দি শুনে ভুক্তভোগীকে নিজ জিম্মায় ছেড়ে দেন। আদালতে বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী প্রতিম রায় পাম্পু, মোখতার আহমদ, জুয়েল দেওয়ান, সুস্মিতা চাকমা, মিহির বরণ চাকমা ও ঝন্টু চাকমা।

বাদীপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করছে না বলে মনে করছেন বাদী। মামলার চার দিন পরও সিআইডি কোনো আসামিকে আদালতে উঠায়নি। বাদীপক্ষ আশঙ্কা করছে, বর্তমানে যেভাবে তদন্ত চলছে, তা দিয়ে ন্যায়বিচার পাওয়া যাবে না; বরং এভাবে চললে পাচারকারীরা আরও সক্রিয় হবে।

পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে এক তরুণীকে পাচারের অভিযোগে রাঙামাটির নানিয়ারচরে মামলা করেন তাঁর বোন।

আরও পড়ুন

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!