হোম > অপরাধ

সাত বছরে ৫০০ অটো রিকশা চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক

জীবিকার তাগিদে ১৫ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় আসেন মো. কামাল হোসেন ওরফে কমল ((৩৬)। শুরু করেন রিকশা চালানো। একদিন তাঁর রিকশাটি চুরি হয়। সেই রিকশার মূল্য পরিশোধ করতে গিয়ে নিজেই শুরু করেন রিকশা চুরি। ৭ বছরে ধরে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করেছেন তিনি।

গতকাল বুধবার ভোরে রাজধানীর সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ২৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চক্রের মূল হোতা কামালসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন মো. সাজু (৩৫), মো. ফজলু (৩০) ও মো. শাহিন সরদার (৬০)।

গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, চক্রের মূল হোতা কমল। তিনি ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। একদিন তাঁর রিকশাটি চুরি হয়ে যায়। তারপর রিকশার মালিক তাঁর কাছ থেকে চুরি যাওয়া রিকশার মূল্য আদায় করেন। তিনি ধার করে ওই চুরি যাওয়া রিকশার মূল্য মালিককে পরিশোধ করেন। এই ধারের টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চুরি যাওয়া রিকশা খুঁজতে থাকেন। তাঁর চুরি যাওয়া রিকশা খুঁজতে গিয়ে অপরাধজগতের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি নিজেই রিকশা চুরিকে তাঁর পেশা হিসেবে বেছে নেন।

লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, প্রথমে কমল নিজেই একা রিকশা চুরি করতেন। পরে তিনি একটি চক্র গড়ে তোলেন।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি