হোম > অর্থনীতি > করপোরেট

৬ মাসে লাফার্জহোলসিমের মুনাফা ২৪৩ কোটি টাকা

বছরের প্রথম ছয় মাসে লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই কথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্মাণ খাতে চাহিদা কমায় নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমেছে। ব্যয় বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন মুনাফা শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। নির্মাণ খাতে সেরা মার্জিন ধরে রাখতে পরিচালন দক্ষতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরীর বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে নির্মাণখাতে। এরফলে প্রথম ছয় মাসে আমাদের কোম্পানির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। বিক্রির বিভিন্ন চ্যানেলগুলোর সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসা শক্তিশালী করা, ডিজিটালাইজেশন এবং জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা দেওয়ার বিষয়ে আমাদের আলোকপাত অব্যাহত রয়েছে। আমরা আশা করছি বছরের বাকি সময়টাতে ব্যয় সংকোচন এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হব।’ 

বছরের প্রথম ভাগে (জানুয়ারি-জুন, ২০২৪) লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। কোম্পানির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। একই সময়ে নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা হয়েছে। আগের বছর প্রথম ছয় মাসে নিট বিক্রির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫২৬ কোটি টাকা। প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ৩৩ ভাগ কমে ২ দশমিক ৯ টাকা হয়েছে। 

কোম্পানির টেকসই ও সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে লাফার্জহোলসিম। বছরের প্রথম ছয় মাসে এই সুবিধা কাজে লাগিয়ে ২৩ হাজার টনেরও বেশি বিভিন্ন ধরনের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হয়েছে। ইতিমধ্যে কোম্পানি সিলেট সিটি করপোরেশন থেকে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছে, যা ভবিষ্যতে থার্মাল সাবস্টিটিইশন রেট বৃদ্ধিতে সহায়তা করবে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত