হোম > অর্থনীতি > করপোরেট

স্মার্টফোন কিনে লাখ টাকা জিতলেন ইউনূস

অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদ্‌যাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’-এর বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো। গত ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেন। বাজারে আসার পর অপো এ৬০ এই সেগমেন্টে সবচেয়ে কাঙ্ক্ষিত ডিভাইসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। 

লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্মার্ট ফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজয়ী। পুরস্কার হিসেবে তাঁকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। 

অপো এ৬০ স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা তীব্র ভাইব্রেশন এবং কোনো বাড়তি সহায়তা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির ঝাঁকুনির ধকল সহ্য করতে পারবে। বিশেষ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে,১. ২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলার পরও এই ফোনটি থাকবে সম্পূর্ণ অক্ষত। ফোনটির অনন্য বিশেষত্ব হলো এর এমআইএল-এসটিডি ৮১০ এইচ স্ট্যান্ডার্ড, যা এই সেগমেন্টের কোনো প্রতিযোগী ব্র্যান্ডের ফোনে নেই। 

অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসির সঙ্গে অপোর সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। 

অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদের যুক্ত করতে পেরেছেন।

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’