মাগুরার সীমাখালী বাজারের সরদার শপিংমলে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নতুন শোরুম উদ্বোধন করেন শতখালী ইউনিয়নের চেয়ারম্যান শিল্পপতি মো. আনোয়ার হোসেন ঝন্টু।
শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গার ডিএম মো. আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক মো. ওয়াজেদ আলী সরদার, সীমাখালী বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ।
মিনিস্টার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এইচ এম তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মিনিস্টারের সব ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়াররে পণ্য পাওয়া যাবে এই নতুন শোরুমে। সেখান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন গ্রাহকগণ। তা ছাড়া এই শোরুমে পাওয়া যাবে আকর্ষণীয় অফারে মিনিস্টারের সকবপণ্য। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিনিস্টারের নতুন শোরুমে চলছে বিশেষ অফার ও ছাড়।